প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৫
ওমানে সড়কে প্রাণ গেলো ফটিকছড়ির শিশু আয়দার
মীর মাহফুজ আনাম, সিনিয়র সাংবাদিক ||
ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ফটিকছড়ির এক শিশুর। বুধবার স্থানীয় সময় দুপুর একটার দিকে মাস্কাট -সোহার প্রধান সড়কের মাবেলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় তার মা ফাহমিদা আকতারও আহত হয়ে হাসপাতালে ভর্তি। জানা যায়, বাবা-মায়ের সাথে তিন বছরের শিশু কন্যা সাফিয়া হোসাইন আয়দা বেড়ে উঠছিল ওমানে। বাবা শাহাদাত হোসেন সুমন ওমানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। উপজেলার কাঞ্চননগর ডা. ফিরোজের বাড়ির বাসিন্দা তিনি। বছর খানেক পূর্বে মায়ের সাথে বাবার কাছে ছুটে এসেছিল ছোট্ট শিশু আয়দা। মাস্কাটের আমরাতে বাবা সুমনের ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার দুপুরে বাবার গাড়িতে করে আমরাত থেকে বারকা যাত্রাপথে মাবেলায় গেলে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি গাড়ি। মায়ের কোলে বসা আয়দা তখনই মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। মুহুর্তে পুলিশ এসে স্থানীয় সুলতান কাবুজ মেডিকেল কলেজে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পথেই আয়দা প্রাণ হারায়। আয়দার মামা ইকবাল জানান, তার বোনজামাই অক্ষত রয়েছেন। বোন আশঙ্কামুক্ত। লাশ দেশে নিয়ে যাওয়ার জন্য আইনি পক্রিয়া করা হচ্ছে। বাবা মায়ের একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার। ✍️মীর মাহফুজ আনাম, মাস্কাট, ২৪ জুলাই '২৫
কপিরাইট © ২০২৫ হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল । সর্বস্বত্ব সংরক্ষিত