প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫
ওমান উপকূলে বড় মাদক চালান জব্দ: তিন ইয়েমেনি আটক
Hello Oman বাংলা নিউজ ডেস্ক ||
ওমানের উপকূলে বিপুল পরিমাণ মাদক পাচারচেষ্টার সময় তিনজন ইয়েমেনি নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। ওমানের সাধারণ মাদক ও মানসিক প্রভাব সৃষ্টিকারী পদার্থ নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে যৌথ অভিযানে এই বড় ধরনের চালান আটক করা হয়।প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তরা একটি মাছ ধরার নৌকা ব্যবহার করে ওমানের আঞ্চলিক সমুদ্রসীমায় অবৈধভাবে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫৫০ কেজিরও বেশি মাদকদ্রব্য, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের নিষিদ্ধ নেশাজাতীয় পদার্থ।আটকদের বিরুদ্ধে আইনি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ওমান পুলিশ জানিয়েছে, মাদক চোরাচালান প্রতিরোধে তারা দেশজুড়ে কঠোর নজরদারি এবং অভিযান জোরদার করেছে।তথ্যসূত্র:রয়্যাল ওমান পুলিশ – @RoyalOmanPoliceতারিখ: ২১ জুলাই ২০২৫
কপিরাইট © ২০২৫ হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল । সর্বস্বত্ব সংরক্ষিত