প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৫
ওমানে মাদক ট্যাবলেটসহ ওমানি ও ভারতীয় নাগরিক গ্রেফতার
Hello Oman বাংলা নিউজ ডেস্ক ||
উত্তর الشرقية প্রদেশে অভিযান চালিয়ে এক ওমানি নাগরিক এবং এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। অভিযুক্তদের কাছ থেকে বড় পরিমাণে মানসিক প্রভাব বিস্তারকারী ট্যাবলেট উদ্ধার করা হয়।ROP জানায়, মাদক ট্যাবলেটগুলো তারা নিজেরা সেবনের পাশাপাশি বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।ওমান সরকার মাদকবিরোধী কার্যক্রমে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। নিয়মিত অভিযানে অবৈধ মাদক পাচার ও বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কপিরাইট © ২০২৫ হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল । সর্বস্বত্ব সংরক্ষিত