Hello Oman বাংলা নিউজ ডেস্ক ||
ওমানের শ্রম মন্ত্রণালয় (Ministry of Labour) ঘোষণা দিয়েছে, আগামী ১ আগস্ট ২০২৫ থেকে দেশটির সকল ইঞ্জিনিয়ার পেশাজীবীদের জন্য "Professional Classification Certificate" বাধ্যতামূলক করা হয়েছে। এই সনদপত্র ছাড়া আর কোনো প্রকৌশলী ওয়ার্ক পারমিট রিনিউ বা নতুন ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে পারবেন না।শ্রম মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, এই সিদ্ধান্তটি ওমানে কর্মরত বর্তমান ইঞ্জিনিয়ারদের পাশাপাশি ভবিষ্যতে যারা এই পেশায় নিয়োজিত হতে চান, তাদের সকলের জন্যই প্রযোজ্য। অর্থাৎ, আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হিসেবে ওমানে কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই বৈধ পেশাগত শ্রেণিবিন্যাস সনদ জমা দিতে হবে।এই সিদ্ধান্তের মূল লক্ষ্য ওমানে প্রকৌশল পেশাকে আরও মানসম্পন্ন ও নিয়ন্ত্রিত করা। সরকারের দাবি, এতে করে স্থানীয় এবং প্রবাসী ইঞ্জিনিয়ারদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রাখা সম্ভব হবে। পাশাপাশি এই উদ্যোগের মাধ্যমে প্রকৌশল ক্ষেত্রে অযোগ্য কর্মীর প্রবেশ ঠেকানো যাবে, যা দেশের অবকাঠামোগত উন্নয়নে সহায়ক হবে।
কপিরাইট © ২০২৫ হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল । সর্বস্বত্ব সংরক্ষিত