
গাজায় ত্রাণ নিতে এসে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনায় ইসরায়েলের নীতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। যুক্তরাজ্যসহ মোট ২৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই ঘটনাকে ‘অমানবিক’ এবং ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
ত্রাণের জন্য জীবন দিতে হচ্ছে
বিবৃতিতে জানানো হয়, গাজার পরিস্থিতি বর্তমানে ভয়াবহ এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে খাদ্য ও পানির জন্য লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষকে প্রাণ দিতে হচ্ছে। অসামঞ্জস্যপূর্ণ ত্রাণ বিতরণ ব্যবস্থাকে বিপজ্জনক উল্লেখ করে বলা হয়েছে, এটি গাজার মানুষের মানবিক মর্যাদাকে লঙ্ঘন করছে।
বিশ্ব নেতাদের উদ্বেগ
এই বিবৃতিতে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জাপান, ইতালি, সুইজারল্যান্ড ও নিউজিল্যান্ডসহ আরও ২০টি দেশ। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ব্রিটিশ পার্লামেন্টে বলেন, "গাজায় শিশুরাও আজ ক্ষুধায় মারা যাচ্ছে। মানবতা এখানে চরম সঙ্কটে পড়েছে।"
ইসরায়েলের প্রতিক্রিয়া
এই বিবৃতির জবাবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরণের অবস্থান 'বাস্তবতাবিবর্জিত' এবং এটি হামাসকে ভুল বার্তা দিচ্ছে। তাদের দাবি, গাজা হিউম্যানেটেরিয়ান ফাউন্ডেশন নামের নতুন ত্রাণ কাঠামো হামাসের অনুপ্রবেশ ঠেকাতে গঠিত হলেও জাতিসংঘ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো এই ব্যবস্থায় অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।
বেসামরিক হতাহতের সংখ্যা উদ্বেগজনক
জাতিসংঘ জানিয়েছে, গাজায় গত আট সপ্তাহে ত্রাণ বিতরণ ঘিরে কমপক্ষে ৬৭৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে পুরনো ত্রাণ রুটেও আরও ২০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে রাফা ও খান ইউনিসে নতুন দুই বিতরণ কেন্দ্রে একদিনেই নিহত হন আরও ৩৯ জন।
শনিবার, ০২ আগস্ট ২০২৫
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৫
আপনার মতামত লিখুন