
ওমানের দক্ষিণ আল বাতিনা প্রদেশে বিপুল পরিমাণ মাদকসহ দুই ইরানি নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। তারা একটি মাছ ধরার নৌকায় করে দেশটিতে অবৈধভাবে প্রবেশ করে বিপজ্জনক মাদকদ্রব্য পাচারের চেষ্টা করছিলেন।
পুলিশ জানিয়েছে, অভিযানে ধৃতদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে ক্রিস্টাল মেথ, হাশিশ ও মারিজুয়ানা উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয় ৬৮ হাজারেরও বেশি মানসিক প্রভাব বিস্তারকারী ট্যাবলেট, যেগুলো উচ্চমাত্রার ক্ষতিকর ও নিয়ন্ত্রিত পদার্থ হিসেবে বিবেচিত।
এই ঘটনায় গ্রেফতার হওয়া দুই ব্যক্তি ওমানে প্রবেশের জন্য কোনো বৈধ অনুমতি বা ভিসা প্রদর্শন করতে পারেননি। তাদেরকে দেশটির অভ্যন্তরে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ROP।
রয়্যাল ওমান পুলিশ মাদক বিরোধী অভিযান জোরদার করেছে এবং সমাজকে এ ধরনের হুমকি থেকে রক্ষা করতে নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশটির পুলিশ প্রশাসন এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৫
আপনার মতামত লিখুন