
গাজার উত্তরে সামরিক অভিযান চলাকালে ভয়াবহ এক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর তিন সদস্য। সোমবার জাবালিয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)। নিহতরা সবাই একটি সাঁজোয়া ট্যাঙ্কে অবস্থান করছিলেন, যেটি বিস্ফোরণের শিকার হয়।
নিহত সেনারা হলেন— স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (২১), সার্জেন্ট শ্লোমো শ্রেম (২০) এবং সার্জেন্ট ইউলি ফ্যাক্টর (১৯)। তারা ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম ব্রিগেডের অন্তর্গত ৫২তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ঘটনার সময় তাদের সাথে থাকা একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এই বিস্ফোরণ কীভাবে ঘটেছে, তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ট্যাঙ্কের ভিতরে থাকা একটি গোলাবারুদ দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়েছিল। যদিও হামাস দাবি করেছে, তাদের প্রতিরোধ বাহিনীর হামলায় এই প্রাণহানি ঘটেছে।
এদিকে হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার মাটি থেকে ইসরায়েলি সামরিক বাহিনীকে হটিয়ে দিতে তারা লড়াই অব্যাহত রেখেছে এবং এই অভিযানের সময়ই ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।
সামরিক পর্যবেক্ষকদের মতে, এই ধরনের ট্যাঙ্ক দুর্ঘটনা বিরল হলেও অতীতে অপারেশনাল ত্রুটি বা গোলাবারুদের ক্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে। আইডিএফ জানিয়েছে, বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৫
আপনার মতামত লিখুন