ওমান    শনিবার, ০২ আগস্ট ২০২৫
হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল

প্রবাসীদের স্বস্তির খবর দিলো সংযুক্ত আরব আমিরাত

প্রবাসীদের স্বস্তির খবর দিলো সংযুক্ত আরব আমিরাত
ছবিসূত্র : Ntv

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের জন্য এসেছে স্বস্তির খবর। দেশটির বৈদেশিক মুদ্রা লেনদেন ও ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে রেমিট্যান্স ফি বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। ফলে সাম্প্রতিক সময়ে ফি বৃদ্ধির গুঞ্জনে যারা উদ্বিগ্ন ছিলেন, তাদের জন্য এটি একপ্রকার আশার আলো।

এর আগে ২০২৪ সালের মে মাসে ইউএই সরকার রেমিট্যান্স ফি বাড়ানোর অনুমতি দিয়েছিল। এর ফলে অনেক এক্সচেঞ্জ হাউজ ১৫ শতাংশ পর্যন্ত ফি বৃদ্ধি করেছিল। তবে এখনকার প্রতিযোগিতামূলক বাজার পরিস্থিতিতে নতুন করে ফি বাড়ানোর কোনও যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

জয় অলুক্কাস গ্রুপের চেয়ারম্যান জয় অলুক্কাস বলেন, “বর্তমানে প্রবাসী গ্রাহকদের উপর বাড়তি চাপ দেওয়া মানে হলো ফুটন্ত হাঁড়িতে আরও আগুন দেওয়া। এতে যারা আমাদের দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছে, তাদের হারানোর ঝুঁকি তৈরি হবে।” তিনি আরও বলেন, “রেমিট্যান্স কেবল টাকা নয়—ভালোবাসা, দায়িত্ব আর আশা পাঠানো হয় প্রিয়জনদের জন্য।”

সম্প্রতি আমিরাতের কিছু ব্যাংক ও মানি ট্রান্সফার কোম্পানি ফি পরিবর্তনের নোটিশ দিলেও দ্রুত স্পষ্ট করে জানানো হয়, এই পরিবর্তন ভারত, বাংলাদেশ, ফিলিপাইন, পাকিস্তান, মিসর, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের রেমিট্যান্স গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ফলে এ অঞ্চলের লাখো প্রবাসী সাময়িক দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, ডলারের সাম্প্রতিক দরপতনের কারণে প্রবাসীরা আগে থেকেই লোকসানে ছিলেন। এর মাঝে যদি ফি বাড়ানো হতো, তবে ক্ষতির মাত্রা আরও বাড়ত। তাই বর্তমান সিদ্ধান্তকে ইতিবাচক বলেই দেখছেন প্রবাসী সমাজ।

বর্তমানে ইউএই-তে গড় রেমিট্যান্স ফি ভারতীয়দের জন্য ১,০০০ দিরহাম পর্যন্ত ১৮ দিরহাম, এরপর ২৫ দিরহাম। বাংলাদেশ ও ফিলিপাইনের প্রবাসীদের জন্য এই ফি নির্ধারণ করা হয়েছে ২০ দিরহাম করে।

রেমিট্যান্স সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো এখন তাদের গ্রাহকদের আশ্বস্ত করছে, অদূর ভবিষ্যতে রেমিট্যান্স ফি বৃদ্ধির সম্ভাবনা নেই। ফলে যারা নিয়মিতভাবে দেশে টাকা পাঠিয়ে থাকেন, তারা এই মুহূর্তে স্বস্তিতে থাকতে পারেন।

আপনার মতামত লিখুন

হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল

শনিবার, ০২ আগস্ট ২০২৫


প্রবাসীদের স্বস্তির খবর দিলো সংযুক্ত আরব আমিরাত

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৫

featured Image
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের জন্য এসেছে স্বস্তির খবর। দেশটির বৈদেশিক মুদ্রা লেনদেন ও ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে রেমিট্যান্স ফি বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। ফলে সাম্প্রতিক সময়ে ফি বৃদ্ধির গুঞ্জনে যারা উদ্বিগ্ন ছিলেন, তাদের জন্য এটি একপ্রকার আশার আলো।এর আগে ২০২৪ সালের মে মাসে ইউএই সরকার রেমিট্যান্স ফি বাড়ানোর অনুমতি দিয়েছিল। এর ফলে অনেক এক্সচেঞ্জ হাউজ ১৫ শতাংশ পর্যন্ত ফি বৃদ্ধি করেছিল। তবে এখনকার প্রতিযোগিতামূলক বাজার পরিস্থিতিতে নতুন করে ফি বাড়ানোর কোনও যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।জয় অলুক্কাস গ্রুপের চেয়ারম্যান জয় অলুক্কাস বলেন, “বর্তমানে প্রবাসী গ্রাহকদের উপর বাড়তি চাপ দেওয়া মানে হলো ফুটন্ত হাঁড়িতে আরও আগুন দেওয়া। এতে যারা আমাদের দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছে, তাদের হারানোর ঝুঁকি তৈরি হবে।” তিনি আরও বলেন, “রেমিট্যান্স কেবল টাকা নয়—ভালোবাসা, দায়িত্ব আর আশা পাঠানো হয় প্রিয়জনদের জন্য।”সম্প্রতি আমিরাতের কিছু ব্যাংক ও মানি ট্রান্সফার কোম্পানি ফি পরিবর্তনের নোটিশ দিলেও দ্রুত স্পষ্ট করে জানানো হয়, এই পরিবর্তন ভারত, বাংলাদেশ, ফিলিপাইন, পাকিস্তান, মিসর, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের রেমিট্যান্স গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ফলে এ অঞ্চলের লাখো প্রবাসী সাময়িক দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছেন।বিশেষজ্ঞদের মতে, ডলারের সাম্প্রতিক দরপতনের কারণে প্রবাসীরা আগে থেকেই লোকসানে ছিলেন। এর মাঝে যদি ফি বাড়ানো হতো, তবে ক্ষতির মাত্রা আরও বাড়ত। তাই বর্তমান সিদ্ধান্তকে ইতিবাচক বলেই দেখছেন প্রবাসী সমাজ।বর্তমানে ইউএই-তে গড় রেমিট্যান্স ফি ভারতীয়দের জন্য ১,০০০ দিরহাম পর্যন্ত ১৮ দিরহাম, এরপর ২৫ দিরহাম। বাংলাদেশ ও ফিলিপাইনের প্রবাসীদের জন্য এই ফি নির্ধারণ করা হয়েছে ২০ দিরহাম করে। রেমিট্যান্স সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো এখন তাদের গ্রাহকদের আশ্বস্ত করছে, অদূর ভবিষ্যতে রেমিট্যান্স ফি বৃদ্ধির সম্ভাবনা নেই। ফলে যারা নিয়মিতভাবে দেশে টাকা পাঠিয়ে থাকেন, তারা এই মুহূর্তে স্বস্তিতে থাকতে পারেন।

হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল

ওমানের এক নাম্বার জনপ্রিয় বিশস্ত বাংলাদেশী গণমাধ্যম হ্যালো ওমান বাংলা - ওমানের খবর প্রবাসীদের ভরসা
কপিরাইট © ২০২৫ হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল । সর্বস্বত্ব সংরক্ষিত