
ওমানে দ্রুতগতিতে বাস্তবায়িত হলো আরেকটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প। মাস্কাট ও উত্তর বাতিনাহ অঞ্চলের সংযোগ রক্ষাকারী আতায়েন টানেল নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র ছয় মাসে।
ওমানের যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পে ছিল একটি দ্বিমুখী টানেল, বাইপাস লেন, উন্নত সড়ক নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যাপ্ত ড্রেনেজ অবকাঠামো।
টানেলের দুই পাশের সংযোগ সড়কে নির্মিত হয়েছে ফ্লাইওভার ও র্যাম্প, যা দিয়ে গাড়ি চলাচল এখন অনেক সহজ ও ঝুঁকিমুক্ত হয়েছে। নির্মাণকাজ চলাকালীন সময়জুড়ে সড়কটি আংশিকভাবে বন্ধ ছিল, তবে চলতি সপ্তাহ থেকেই যান চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়েছে।
সরকারি তথ্যমতে, এই টানেলের মাধ্যমে উত্তর ও দক্ষিণ দিকের প্রধান শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্য হারে কমবে এবং নতুন সংযোগ পথ তৈরির কারণে বিকল্প রুটের ওপর চাপ কমবে।
টানেলটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক আলোক ব্যবস্থা ও সিসিটিভি নজরদারি প্রযুক্তি। পাশাপাশি জরুরি অবস্থায় ব্যবহারের জন্য আলাদা নিরাপত্তা করিডোরও রাখা হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “এই প্রকল্প সময়মতো সম্পন্ন হওয়ায় পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণ ও বাণিজ্যিক পরিবহনে ইতিবাচক প্রভাব পড়বে।”
প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয় জানুয়ারি ২০২৫-এ, এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে তা সম্পন্ন হয়।
এর আগে গত মাসে শেষ হয়েছিল সড়ক আলোকায়ন ও সাইনবোর্ড স্থাপন।
সরকার জানায়, এই টানেল ব্যবহারের জন্য কোনো আলাদা টোল বা ফি নির্ধারণ করা হয়নি।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৫
আপনার মতামত লিখুন