ওমান    শনিবার, ০৫ জুলাই ২০২৫
হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল

ভারত কি তাহলে পূর্ব প্রান্তের ইসরায়েল?

ভারত কি তাহলে পূর্ব প্রান্তের ইসরায়েল?
সংগ্রহীত ছবি

২০২৫ সালের এপ্রিল-মে মাসে মাত্র তিন সপ্তাহে ভারতের বিভিন্ন রাজ্যে ১০,০০০টিরও বেশি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে, যার অধিকাংশই মুসলিম-অধ্যুষিত এলাকায়। 


সরকার একে “ঝুপড়ি উচ্ছেদ” বা “স্লাম ক্লিয়ারেন্স” হিসেবে ব্যাখ্যা করলেও বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে, এটি একতরফা ও বৈষম্যমূলক দমননীতি।


উল্লেখযোগ্য তথ্য:

২০২২–২০২৩ সালের মধ্যে ১,৫৩,৮২০টি ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে।


 ৭,৩৮,৪৩৮ মানুষ উচ্ছেদ হয়েছে তাদের বাসস্থান থেকে।


অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এক্ষেত্রে মুসলিম পাড়া-মহল্লাগুলোই বেশি টার্গেট করা হয়েছে।


এতে প্রশ্ন উঠেছে

প্রশাসনিক আইন প্রয়োগ কি সকল সম্প্রদায়ের প্রতি সমভাবে হচ্ছে?

মানবাধিকার ও বসবাসের অধিকার কি ভারতীয় সংবিধান ও আন্তর্জাতিক চুক্তির আলোকে বজায় রাখা হচ্ছে?


অনেক বিশ্লেষক এই ঘটনাগুলোকে "পূর্ব প্রান্তের ইসরায়েল" উপাধি দিয়ে অভিহিত করছেন, যেখানে বিশেষ টার্গেট করা জনগোষ্ঠীকে লক্ষ্য করে অবকাঠামো ধ্বংস ও উচ্ছেদ চালানো হচ্ছে।


সূত্র: TRT

আপনার মতামত লিখুন

হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল

শনিবার, ০৫ জুলাই ২০২৫


ভারত কি তাহলে পূর্ব প্রান্তের ইসরায়েল?

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৫

featured Image
২০২৫ সালের এপ্রিল-মে মাসে মাত্র তিন সপ্তাহে ভারতের বিভিন্ন রাজ্যে ১০,০০০টিরও বেশি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে, যার অধিকাংশই মুসলিম-অধ্যুষিত এলাকায়। সরকার একে “ঝুপড়ি উচ্ছেদ” বা “স্লাম ক্লিয়ারেন্স” হিসেবে ব্যাখ্যা করলেও বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে, এটি একতরফা ও বৈষম্যমূলক দমননীতি।উল্লেখযোগ্য তথ্য:২০২২–২০২৩ সালের মধ্যে ১,৫৩,৮২০টি ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। ৭,৩৮,৪৩৮ মানুষ উচ্ছেদ হয়েছে তাদের বাসস্থান থেকে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এক্ষেত্রে মুসলিম পাড়া-মহল্লাগুলোই বেশি টার্গেট করা হয়েছে।এতে প্রশ্ন উঠেছেপ্রশাসনিক আইন প্রয়োগ কি সকল সম্প্রদায়ের প্রতি সমভাবে হচ্ছে?মানবাধিকার ও বসবাসের অধিকার কি ভারতীয় সংবিধান ও আন্তর্জাতিক চুক্তির আলোকে বজায় রাখা হচ্ছে?অনেক বিশ্লেষক এই ঘটনাগুলোকে "পূর্ব প্রান্তের ইসরায়েল" উপাধি দিয়ে অভিহিত করছেন, যেখানে বিশেষ টার্গেট করা জনগোষ্ঠীকে লক্ষ্য করে অবকাঠামো ধ্বংস ও উচ্ছেদ চালানো হচ্ছে।সূত্র: TRT

হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল

ওমানের এক নাম্বার জনপ্রিয় বিশস্ত বাংলাদেশী গণমাধ্যম হ্যালো ওমান বাংলা - ওমানের খবর প্রবাসীদের ভরসা
কপিরাইট © ২০২৫ হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল । সর্বস্বত্ব সংরক্ষিত