
ওমানে আগামী ৪ জুলাই দুপুর ১টা থেকে দেশের কিছু অংশে বজ্রসহ মাঝারি মাত্রার বৃষ্টিপাত এবং সক্রিয় বাতাসের সম্ভাবনার বিষয়ে সতর্কতা জারি করেছে ওমান সিভিল অ্যাভিয়েশন অথরিটি (CAA)।
সরকারি আবহাওয়া বিভাগ থেকে প্রকাশিত নোটিশ অনুযায়ী, এই আবহাওয়া পরিস্থিতির প্রভাব বেশি পড়তে পারে আল হাজর পর্বত এলাকা ও আশপাশের অঞ্চলে, বিশেষ করে আদ দাখিলিয়াহ (Ad Dakhiliyah), ইবরি (Ibri), নিজওয়া (Nizwa), সুরাইয়া (Surayqat), কুরাইয়াত (Qurayat) প্রভৃতি অঞ্চলে।
দুটি সতর্কতা একযোগে জারি করা হয়েছে:
1. বজ্রসহ বৃষ্টিপাত (Thunderstorm Alert)
সময়: ৪ জুলাই ২০২৫, দুপুর ১টা থেকে
এলাকা: জিবাল আল হাজর ও আশপাশের অঞ্চল
প্রভাবের মাত্রা: মাঝারি
2. ঝোড়ো হাওয়া (Wind Alert)
সময়: ৪ জুলাই ২০২৫, দুপুর ১টা থেকে
এলাকা: হাজর পর্বতমালার আশেপাশের প্রদেশসমূহ
প্রভাবের মাত্রা: মাঝারি
আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময় ঝড়ো হাওয়ার পাশাপাশি দৃষ্টিসীমা হ্রাস, হালকা ভূমিধস বা পাহাড়ি এলাকায় বন্যার সম্ভাবনা তৈরি হতে পারে। স্থানীয়দের বিশেষ করে পাহাড়ি ও উঁচু এলাকায় চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যারা এই অঞ্চলে কাজ করেন বা বাস করেন, তাদেরকেও সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।
সূত্র: ওমান সিভিল অ্যাভিয়েশন অথরিটি (CAA)
শনিবার, ০৫ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৫
আপনার মতামত লিখুন