
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি প্রাইভেট বিমান উড্ডয়নের মাত্র সাত মিনিট পর বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্থানীয় ধনাঢ্য ব্যবসায়ী জেমস ‘জিম’ ওয়েলার, তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছেন। দুর্ঘটনায় বিমানে থাকা দুজন পাইলটও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন।
ঘটনাটি ঘটে গত ১৪ জুন (শুক্রবার) স্থানীয় সময় সকাল সাতটার কিছু আগে। ইয়াংসটাউন ওয়ারেন আঞ্চলিক বিমানবন্দর থেকে চেসনা ৪৪১ মডেলের বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের সাত মিনিট পর বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল পশ্চিমে গিয়ে এটি বিধ্বস্ত হয়। বিমানটি যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বোজম্যান শহরের উদ্দেশে যাত্রা করেছিল। জানা গেছে, জেমস ওয়েলার পরিবারসহ ব্যক্তিগত ছুটি কাটাতে সেখানে যাচ্ছিলেন।
বিমানটিতে চারজন যাত্রী এবং দুজন অভিজ্ঞ পাইলট ছিলেন। দুর্ঘটনার পর জরুরি সেবাদাতা সংস্থা, পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। তবে কারও বেঁচে থাকার তথ্য পাওয়া যায়নি। প্রশাসন বলছে, এটি সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলোর একটি।
বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (NTSB) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটি বা যোগাযোগ বিচ্যুতির বিষয়গুলো যাচাই করা হচ্ছে। দুর্ঘটনার সময় আবহাওয়াও খতিয়ে দেখা হচ্ছে। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার ও বিশ্লেষণের মাধ্যমে বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে।
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৫
আপনার মতামত লিখুন