ওমান    শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল

ওমানে বাংলাদেশী হিন্দুর নাগরিকের ইসলাম অবমাননা আইনি ব্যবস্থা চলছে

ওমানে বাংলাদেশী হিন্দুর নাগরিকের ইসলাম অবমাননা আইনি ব্যবস্থা চলছে
কটুক্তি কারী শান্ত সূত্রধরের

মতলব দক্ষিণে মহানবী (স) কে নিয়ে কটুক্তিকারী হিন্দু যুবক শান্ত সূত্রধরের বিরুদ্ধে মামলা


রেদওয়ান আহমেদ জাকির ঃ মতলব দক্ষিণ উপজেলার ওমান প্রবাসী হিন্দু সম্প্রদায়ের এক যুবক বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার প্রায় ৩ দিন পর কটুক্তিকারী যুবক শান্ত সুত্রধরকে প্রধান এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে আসামি করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহ গিয়াস। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও মামলার বাদী সূত্রে জানা যায়,গত ২৩ জুন ওমানে বসবাস করে মতলব পৌরসভার ভাঙ্গারপাড় এলাকার শান্ত সুত্রধর নামক যুবক তার ফেইসবুক আইডিতে প্রিয় নবী এবং বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অশালীন ভাষা ব্যবহার করে কটুক্তি করায় মতলব তথা চাঁদপুর জেলা জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মতলব দক্ষিণ উপজেলার ইসলামী বিভিন্ন সংগঠন এবং সামাজিক, রাজনৈতিক ও তৌহিদী জনতা দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। পাশাপাশি ওমান প্রবাসী কুলাঙ্গার শান্ত সুত্রধরকে দ্রæত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনাসহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির আল্টিমেটাম দেন নবী প্রেমিক তৌহিদী জনতা।

এদিকে ২৪ জুন উপজেলা প্রশাসন, ইমাম ওলামা ঐক্য পরিষদ ও হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে হিন্দু-মুসলিম জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে প্রশাসন ও উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দ সকলকে আশ্বাস প্রদান করেন। 

আন্দোলনের সাথে বিভিন্ন সংগঠন একমত পোষণ করলেও আইনি প্রক্রিয়ায় এগুতে এবং মামলার বাদী হওয়ার বিষয়ে কেউই এগিয়ে না আসলেও ঘটনার ৮ দিন পর মতলব দক্ষিণ থানায় মামলা করার ঘোষণা দেন মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস। পরে তিনি বাদী হয়ে শান্ত সুত্রধরকে প্রধান আসামি করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন।

সাবেক প্যানেল মেয়র মোঃ শাহ গিয়াস বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী শান্ত সুত্রধরকে ওমান থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড না হওয়া পর্যন্ত আমি আইনী লড়াই করে যাবো। 

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, ধর্ম অবমাননা করে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তি করায় শান্ত সুত্রধরের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য যত রকমের সহযোগিতা প্রয়োজন তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা হবে। কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না। 

আপনার মতামত লিখুন

হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫


ওমানে বাংলাদেশী হিন্দুর নাগরিকের ইসলাম অবমাননা আইনি ব্যবস্থা চলছে

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৫

featured Image
মতলব দক্ষিণে মহানবী (স) কে নিয়ে কটুক্তিকারী হিন্দু যুবক শান্ত সূত্রধরের বিরুদ্ধে মামলারেদওয়ান আহমেদ জাকির ঃ মতলব দক্ষিণ উপজেলার ওমান প্রবাসী হিন্দু সম্প্রদায়ের এক যুবক বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার প্রায় ৩ দিন পর কটুক্তিকারী যুবক শান্ত সুত্রধরকে প্রধান এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে আসামি করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহ গিয়াস। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও মামলার বাদী সূত্রে জানা যায়,গত ২৩ জুন ওমানে বসবাস করে মতলব পৌরসভার ভাঙ্গারপাড় এলাকার শান্ত সুত্রধর নামক যুবক তার ফেইসবুক আইডিতে প্রিয় নবী এবং বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অশালীন ভাষা ব্যবহার করে কটুক্তি করায় মতলব তথা চাঁদপুর জেলা জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মতলব দক্ষিণ উপজেলার ইসলামী বিভিন্ন সংগঠন এবং সামাজিক, রাজনৈতিক ও তৌহিদী জনতা দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। পাশাপাশি ওমান প্রবাসী কুলাঙ্গার শান্ত সুত্রধরকে দ্রæত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনাসহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির আল্টিমেটাম দেন নবী প্রেমিক তৌহিদী জনতা।এদিকে ২৪ জুন উপজেলা প্রশাসন, ইমাম ওলামা ঐক্য পরিষদ ও হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে হিন্দু-মুসলিম জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে প্রশাসন ও উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দ সকলকে আশ্বাস প্রদান করেন। আন্দোলনের সাথে বিভিন্ন সংগঠন একমত পোষণ করলেও আইনি প্রক্রিয়ায় এগুতে এবং মামলার বাদী হওয়ার বিষয়ে কেউই এগিয়ে না আসলেও ঘটনার ৮ দিন পর মতলব দক্ষিণ থানায় মামলা করার ঘোষণা দেন মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস। পরে তিনি বাদী হয়ে শান্ত সুত্রধরকে প্রধান আসামি করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন।সাবেক প্যানেল মেয়র মোঃ শাহ গিয়াস বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী শান্ত সুত্রধরকে ওমান থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড না হওয়া পর্যন্ত আমি আইনী লড়াই করে যাবো। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, ধর্ম অবমাননা করে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তি করায় শান্ত সুত্রধরের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য যত রকমের সহযোগিতা প্রয়োজন তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা হবে। কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না। 

হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল

ওমানের এক নাম্বার জনপ্রিয় বিশস্ত বাংলাদেশী গণমাধ্যম হ্যালো ওমান বাংলা - ওমানের খবর প্রবাসীদের ভরসা
কপিরাইট © ২০২৫ হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল । সর্বস্বত্ব সংরক্ষিত