
সংযুক্ত আরব আমিরাতে ৫৭ বাংলাদেশির কারাদণ্ড মওকুফ
করেছে আমিরাত সরকার
বাংলাদেশ সরকারের বিরুদ্ধে জুলাইতে বিক্ষোভ প্রদর্শনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমার ঘোষণা দিয়েছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট৷ তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷
শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান
প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের ক্ষমা করেছেন বলে মঙ্গলবার দেশটির সংবাদ সংস্থা ডাব্লিউএএম জানিয়েছে
জুলাইয়ের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আবু ধাবির ফেডারেল আপিল কোর্ট৷ বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয়ায় এই দণ্ড দেয়া হয়েছিল৷ ৫৭ জনের মধ্যে তিন জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছরের জেল আর একজনকে অবৈধভাবে আরব আমিরাতে থাকায় এক বছর অতিরিক্ত কারাদণ্ড দেয়া হয়েছে।
প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের ক্ষমা করেছেন বলে মঙ্গলবার দেশটির সংবাদ সংস্থা ডাব্লিউএএম জানিয়েছে৷ প্রতিবেদনে বলা হয়েছে, দোষী সাব্যস্তদের দণ্ড মওকুফ ও ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে৷
প্রেসিডেন্টের নির্দেশনার প্রেক্ষিতে দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি দণ্ড বাস্তবায়ন স্থগিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়ার শুরুর নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি তিনি আরব আমিরাতে বসবাসরতদের দেশটির আইন মেনে চলতে আহ্বান জানিয়েছেন৷