
ওমান ক্রিকেট সিনিয়র ডিভিশন ক্রিকেট লীগ ২০২৪-২০২৫ এর গ্রুপ “D” তে বাংলাদেশ ক্রিকেট ক্লাব-ওমান এর প্রস্তুতি শুরু করেছে। গত ২৯ আগষ্ট আল আমরাত ক্রিকেট একাডেমিতে কোচ জহিরুল ইসলামের তত্ত্বাবধানে প্লেয়ারদের কে ফিজিকাল ট্রেনিং এর পাশাপাশি বোলিং এবং ব্যাটিং প্র্যাকটিস করানো হয়।
হ্যালো ওমানকে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের একজন সদস্য জানান, তারা লাল-সবুজের পতাকাকে ওমানের মাঠিতে উড়ানোর জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ওমানে থাকা বাংলাদেশের প্রবাসী কমিউনিটির সবাইকে মাঠে এসে সমর্থথ করার কথাও বলেন।