জাতীয় খবর ওমানের জাতীয় খবর ঈদ উপলক্ষে তিনি ৬৪৫ জন কারাবন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা
ওমানের জাতীয় খবর

ঈদ উপলক্ষে তিনি ৬৪৫ জন কারাবন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা

পবিত্র ঈদুল আযহার পুণ্যময় মুহূর্তে ওমানের সুলতান হাইথাম বিন তারিক এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঈদ উপলক্ষে তিনি ৬৪৫ জন কারাবন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসীও রয়েছেন।

রয়্যাল ওমান পুলিশের বিবৃতি অনুযায়ী, এই মানবিক সিদ্ধান্তে হাজারো পরিবারে ফিরে আসবে ঈদের আনন্দ ও স্বস্তি। এই ক্ষমা ত্যাগের মহিমা ও মানবতাবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলো।

#helloman#OmanNews#omanlife#probashi#ওমান

Exit mobile version